অনলাইনে ক্যারিয়ার গড়তে চাইলে এই বিষয়ে গুলো জানতে হবে
প্রযুক্তির এই যুগে অনলাইনে কিছু করা মানেই সেটা যে আপনার লাইফটাইম ক্যারিয়ার সহায়ক হবে এমনটি ভাবা বোকামি। আগে দেখতে হবে আপনি কি করছেন, কি করতে চাচ্ছেন? অনলাইনে সফল ক্যারিয়ার গড়ার মূলমন্ত্র হচ্ছে ধৈর্য্য, অধ্যাবসায় আর ভবিষ্যতমুখী কাজ শেখা।
বর্তমানে অনেক তরুন অনলাইনে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে এবং কেউ জেনে আবার কেউ না জেনে বিভিন্ন ডিসিশন নিচ্ছে। একটা সময় পর গিয়ে দেখছে আসোলে তার ডিসিশন ভুল ছিল, সে যেই সেক্টর বেছে নিয়েছে তার জন্য সেটা পারফেক্ট না। আর সে জন্যই গুনি জনরা বলে “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”।
আপনি যখন ভাবছেন অনলাইনে কিছু করবেন তখন প্রথমেই ভাবতে হবে আপনি কোন বিষয় ভাল জানেন, কিসে আপনার বেশি ইন্টারেস্ট, কোন বিষয়টাতে বেশি সাচ্ছ্যন্দবোধ করছেন তেমন কোন বিষয় সিলেক্ট করা। এরপর ঐ বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ কিরার চেষ্টা করুন, এর জন্য গুগল – ইউটিউব এর সহায়তা নিন।
ধরলাম আপনি গ্রাফিক ডিজাইন শেখার কথা ভাবছেন সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন কি, কিভাবে করে, গ্রাফিক ডিজাইনে কি ধরনের কাজ করতে হয়, কিরকম সময় ব্যয় করতে হতে পারে, এই সেক্টরে কাজ শিখে ভবিষ্যতে কি করা যাবে, যদি ফ্রিল্যান্সিং করতে চান তবে গ্রাফিক ডিজাইন কতটুকু সহায়ক হবে ইত্যাদি বিষয়গুলো জানতে হবে এবং জেনে বুঝে তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
বর্তমান তরুণ প্রজন্ম যারা অনলাইনে বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার কথা ভাবেন তাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো সঠিক গাইডলাইন। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেনিং সেন্টারের চটকদার বিজ্ঞাপন দেখি কিন্তু কাজ শেখানোর বেলায় তারা কোন রকম কোর্স শেষ করাতে পারলে বাচে। আর সেজন্য সঠিক লার্নিং প্ল্যাটফর্ম খোজাও একটি বড় চ্যালেঞ্জ।
Comments
Post a Comment