Graphic design and Freelancer career

Graphic design and Freelancer career


আপনি কতদিন যাবত কাজ করছেন? অনলাইন ডিজাইন ক্যারিয়ারের পাশাপাশি আর কি করেন? আপনি নিশ্চয় সারা জীবন একা একা রাত জেগে ডিজাইন করবেন না। একটা সময় এটা বেশ বোরিং লাগবে। যেমনটা আমি ফিল করছিলাম ডিজাইনার হিসাবে ৮ বছর ফ্রিল্যান্সিং লাইফের এই প্রান্তে এসে। আমরা প্রতিদিনের কর্মপ্রচেষ্টার মধ্যমে নিজেদের অর্থ উপার্জনের ব্যবস্থা করে থাকি। বেশিরভাগ জবের ক্ষেত্রেই তাই হয়। সুতরাং আমাদের সবারই জব সিকিউরিটিক কম, যদি না আপনি সরকারি চাকরি জীবী হন। তবে গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি এই দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। আপনি অনায়াসেই চমৎকার ভবিষ্যৎ গড়তে পারেন আপনার ক্রিয়েটিভটি দিয়ে।

Comments