ফ্রিল্যান্সিংয়ে তরুণীদের সাফল্য। by Graphic plan 360//shamim iqbal hasan

 বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের হিসাব মতে,


গত বছর শুধু ওডেস্ক থেকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আয় করেছেন ১ কোটি ২০ লাখেরও বেশি ডলার। বর্তমানে দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে প্রায় ৯ ভাগই নারী। বাংলাদেশে কী পরিমাণ মেয়ে ফ্রিল্যান্সার রয়েছে_ এ সম্পর্কে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্সের বাংলাদেশ প্রতিনিধি সাইদুর মামুন খান বলেন, ইল্যান্সে বাংলাদেশি মোট ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ৩৩ হাজার। এর মধ্যে ৬ ভাগ নারী ফ্রিল্যান্সার। এ হিসাবে ইল্যান্সে প্রায় ২ হাজার মেয়ে ফ্রিল্যান্সার রয়েছেন। ইল্যান্সে বাংলাদেশি নারীদের মধ্যে কুষ্টিয়ার এক মেয়ে মাসে ৬ সহস্রাধিক ডলার আয় করছেন। কুষ্টিয়া থেকেই ফ্রিল্যান্সিং করছেন তিনি। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরের সোনিয়া খানের আয় ৩ হাজার ডলারের বেশি। এর পরে রয়েছেন সুমাইয়া হক ও জামিলা এস। তাদের আয় ২ হাজার ডলারের বেশি। হাজার ডলারের ওপর আয় করছেন এমন বেশ কয়েকজনই আছেন এ সাইটটির শীর্ষ তালিকায়। ওডেস্ক বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাসান সানি জানান, ওডেস্কে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয়। অনেক মেধাবী তরুণ-তরুণী বর্তমানে ওডেস্কে কাজ করছেন। শুধু গত মাসেই সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটিরোল ক্যাটাগরিতে বাংলাদেশি ১ হাজার ৮০০ ফ্রিল্যান্সার ৫৭ হাজার ঘণ্টা কাজ করেছেন। ওডেস্কে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মধ্যে নারীর সংখ্যা ১০ শতাংশের কাছাকাছি। ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে নামক একটি প্রতিষ্ঠানের সার্ভে অনুযায়ী, বিশ্বব্যাপী মেয়ে ফ্রিল্যান্সারের সংখ্যা ৬৮ শতাংশ। সেক্ষেত্রে বহির্বিশ্বের তুলনায় এ সংখ্যাটি বেশ কমই। মেয়েদের ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে আনতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করা। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান বলেন, ফ্রিল্যান্সিংয়ে নারীদের এগিয়ে আসার এখনই সময়। ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় শিক্ষিত নারীদের বসে থাকার কোনো মানে নেই। এক্ষেত্রে নারীদের এগিয়ে আনার জন্য সরকারি-বেসরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্ধকারে আলোর ঠিকানা আউটসোর্সিং : মারজানা শৈশব থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখেন মারজানা। তবে সেই স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা আসে বারবার। অনার্সে পড়া অবস্থায় বাবা মারা যান। পড়াশোনার খরচ চালানোর প্রয়োজনে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি, টিউশনি ও সর্বশেষ কলসেন্টারে কাজ করেন।

Comments